রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায়

রিও থেকে বর্তমান চ্যাম্পিয়ন সেরেনার বিদায়

শেয়ার করুন

সেরেনা

স্পোর্টস ডেস্ক :

রিও অলিম্পিক টেনিসে আবারো তারকা পতন। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচের পর এবার ছিটকে গেলেন আরেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ইউক্রেনের এলিনার কাছে সরাসরি সেটে হেরে তৃতীয় রাউন্ড থেকে  বিদায় নেন তিনি।

পুরুষ বিভাগে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে সবাইকে হতাশ করেছিলেন। রিও অলিম্পিক টেনিসের তার বিদায়ের ক্ষত না শুকাতেই টেনিস মহলে আরেকটি আঘাত। ৪৮ ঘন্টা না পেরুতেই জকোভিচের পথেই হাটলেন আরেক শীর্ষ খেলোয়াড় সেরেনা উইলিয়ামস।

নারীদের এককে অনভিজ্ঞ এলিনাকে সামনে পান অলিম্পিকে চারবার স্বর্ন পদক জয়ী  সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়নও তিনি। তবে তার বিপক্ষে শুরু থেকে শক্ত প্রতিপক্ষ হিসেবে হাজির হন এলিনা। দারুন লড়াই করে সেট জেতেন ৬-৪ গেমে।

দ্বিতীয় সেটটি ছিলো সেরেনার জন্য মরনবাচনের। তবে এ সেটেও এলিনার নিখুত পারফরম্যান্সের কাছে পেরে ওঠেননি। ৬-৩ গেমে হেরে এবারের আসর থেকে বিদায় নেন  রেকর্ড ২২ টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা। আর ঐতিহাসিক জয় পান ইউক্রেনের এলিনা। এই ম্যাচ শেষ হতে সময় লাগে ১ ঘন্টা ১২ মিনিট।