১৭ বছরের রেকর্ড ভেঙে ভ্যান নিকেরেকের স্বর্ণ জয়

১৭ বছরের রেকর্ড ভেঙে ভ্যান নিকেরেকের স্বর্ণ জয়

শেয়ার করুন

৪৩ দশমিক শুন্য ৩ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ১৭ বছরের পুরোনো রেকর্ড
স্পোর্টস ডেস্ক:

বিশ্বরেকর্ড গড়ে রিও অলিম্পিকে ৪০০ মিটারে স্বর্ণ জিতলেন দক্ষিণ আফ্রিকার ওয়েইড ভ্যান নিকেরেক।

৪৩ দশমিক শুন্য ৩ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন ১৭ বছরের পুরোনো রেকর্ড। তিনি ভেঙ্গেছেন ১৯৯৯ সালে সেভিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে কিংবদন্তি মাইকেল জনসনের বিশ্বরেকর্ড। জনসন সেভিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে সময় নিয়েছেলেন ৪৩ দশমিক এক ৮ সেকেন্ড।

জনসনের চেয়েও ০ দশমিক এক ৫ সেকেন্ড কম সময় নিয়েছেন নিকেরেক। ইতিহাস গড়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিকেরেক বলেন- তার বিশ্বাস ছিল তিনি বিশ্বরেকর্ড গড়তে পারবেন। আর সারা জীবন এই পদকের স্বপ্ন দেখেছেন তিনি।