হাত ভাঙলেন অ্যাথলেথ

হাত ভাঙলেন অ্যাথলেথ

শেয়ার করুন

Armenia's Andranik Karapetyan sustains a

স্পোর্টস ডেস্ক:

আবারও দুর্ঘটনা দেখল রিও অলিম্পিক। ফরাসি জিমন্যাস্ট আতি সাইদের পা ভাঙার পর এবার দুর্ঘটনার শিকার হলেন আর্মেনিয়ার ভারোত্তোলক আন্দ্রানিক কারাপেতিয়ান।

ছেলেদের ৭৭ কেজি ওজন শ্রেণির ভারোত্তোলনে অংশ নেওয়া এই অ্যাথলেট ক্লিন অ্যান্ড জার্ক পর্বে ব্রোঞ্জ জয়ের জন্য ১৯৫ কেজি ওজন তুলেছিলেন। যদিও, সফলভাবেই উত্তোলনটা করেছেন তিনি। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে বাধে বিপত্তি।

nintchdbpict000258322536-e1470890391873

১৯৫ কেজি ওজনসহ লিফটিং বারটি কারাপেতিয়ানের হাত ফসকে পেছন দিকে পড়ে যায়। প্রচণ্ড চাপের ফলে ভেঙে যায় কারাপেতিয়ানের হাতের কনুই। প্রচণ্ড যন্ত্রণায় হাত চেপে কাতরাতে থাকেন কারাপেতিয়ান। ছুটে আসেন তার কোচিং দলের সদস্য ও চিকিৎসকরা।

রিওতে এর আগে মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ভারোত্তোলনের ইভেন্টে ১১৮ কেজি ওজনের একটি লিফটিং বার চীনের জিয়াং ইয়ানমেইয়ের মাথার পেছন দিকে পড়ে যায়। এতে সামান্য আহত হন তিনি।