প্রথম স্বর্ণ জয়ে কসোভোতে সংবর্ধনা উৎসব

প্রথম স্বর্ণ জয়ে কসোভোতে সংবর্ধনা উৎসব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

কসোভোর হয়ে স্বর্ণ পদক জেতায় দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন মিজলিন্ডা কেলমেন্দি। রোববার কসোভো ফিরলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী, ক্রীড়া মন্ত্রী এবং সাধারণ মানুষ।

রিও অলিম্পিকে জুডোতে নারীদের ৫২ কেজি ওজন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন ২৫ বছর বয়সী কেলমেন্দি।

Resized-1b45cb5acde753652f9658d77987ca9f

১৮৯৬ সাল থেকে অলিম্পিক গেমস শুরু হবার পর থেকে অনেক দেশই মেতেছে স্বর্ণ জয়ের আনন্দে। কিন্তু কসোভিয়ানদের কাছে এই অর্জনটা তার চেয়েও বেশি কিছু। কেননা ২০০৮ সালে স্বাধীনতা অর্জনের পর প্রথমবারের মত অলিম্পিকে অংশ নিয়েই মাত্র ১৮ লক্ষ জনসংখ্যার এই দেশটি জিতেছে স্বর্ণ পদক। আর এর নেপথ্যের নায়ক যিনি তাকে নিয়ে যে বাড়তি উন্মাদনা থাকবে সেটাই তো স্বাভাবিক।

এর আগেও ২০১২ অলিম্পিকে অংশ নিয়েছিলেন কেলমেন্দি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক নিজ দেশের স্বীকৃতি না মেলায় সেবার প্রতিনিধিত্ব করেছিলেন অলবেনিয়ার হয়ে। কিন্তু সেবার ছিঁড়তে পারেননি ভাগ্যের শিকে। নিজ দেশের হয়ে এমন কীর্তি গড়বেন বলেই হয়ত লন্ডনে সেরাটা দিয়ে লড়েননি এই জুডোকা।