শোলাকিয়া হামলার এক বছর: এখনো শেষ হয়নি তদন্ত

শোলাকিয়া হামলার এক বছর: এখনো শেষ হয়নি তদন্ত

শেয়ার করুন

1468086306_17নিজস্ব প্রতিবেদক :

এক বছরেও কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলা মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। চাঞ্চল্যকর সেই মামলার তদন্ত এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এই মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবির অন্যতম শীর্ষ জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ ৩ জন। জবানবন্দিতে শোলাকিয়ায় জঙ্গি হামলার মদদদাতা, অস্ত্রদাতা, অর্থদাতা ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের নাম-পরিচয় জানিয়েছেন রাজীব গান্ধী।

রাজীব গান্ধী ছাড়াও পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে আছে আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিম। ২০১৬ এর ৭ জুলাই কিশোরগঞ্জে শোলাকিয়ায় ঈদ জামাতকে টার্গেট করে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ২ পুলিশ সদস্য, স্থানীয় বাসিন্দা ঝর্ণা রানী ভৌমিক ও  এক জঙ্গিও।