৭ দিনে টিকা নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ

৭ দিনে টিকা নিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ

শেয়ার করুন

Vacination_4

 

দেশজুড়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার (১৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি শুরুর পর সাত দিনে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। এদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। আর টিকা নেওয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে মোট ৪২৬ জনের মধ্যে।

এ দিকে, এখন পর্যন্ত করোনার টিকা নিতে নিবন্ধন করেছেন ১৭ লাখের বেশি মানুষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন ৪৫ হাজার ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৩৫৭ জন, খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন ও রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন।

অপরদিকে, ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে রবিবার টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৩২৪ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে মাত্র ৩২ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ তথা ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এরই ধারাবাহিকতায় প্রতিজনকে দুই ডোজ টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের মোট ১ হাজার ৫টি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। গণ হারে টিকাদানের প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেওয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

করোনার টিকা নিতে হলে আগ্রহীকে www.surokkha.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।