‘৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস কেন ঘোষণা করা হবে না’

‘৭ মার্চকে ঐতিহাসিক জাতীয় দিবস কেন ঘোষণা করা হবে না’

শেয়ার করুন

সাত মারচনিজস্ব প্রতিবেদক :

দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য বঙ্গবন্ধুর ডাক দেয়ার ঐতিহাসিক দিন-৭ মার্চকে কেন ঐতিহাসিক জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

একই সঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মঞ্চ ঘটনার দিনের স্থানে পুনর্নির্মাণ ও সেই মঞ্চে বঙ্গবন্ধুর ‘আঙ্গুল তোলা ভঙ্গির’ মতো ভাস্কর্য নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়া পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ এবং ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া স্থানে কেন মঞ্চ পুননির্মাণ করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বশীর আহমেদ সকালে রিট আবেদন করেন। এই রিট আবেদনের শুনানি করে দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া রুল বাস্তবায়নে সরকারের নেয়া পদক্ষেপ আগামী ১২ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে তাদের।