৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শেয়ার করুন

PM-7-June-2018নিজস্ব প্রতিবেদক :

ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বের জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান তিনি ও মন্ত্রীসভার সদস্যরা। পরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঘোষণা করেছিলেন বাঙালির মুক্তির সনদ ৬ দফা।  আইয়ুব খানের সামরিক শাসনের প্রতিবাদে ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, ছয় দফার পক্ষে শুরু হয় দেশব্যাপী গণ-আন্দোলন। বাঙালির এই স্বাধিকার আন্দোলনই পরে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে।

ছয় দফা আন্দোলনের ধারাবাহিকতায় আসে ১১ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, এবং মুক্তিযুদ্ধ । যার ফলে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।