৫০টি যাত্রীবাহী কোচ এবং ৪টি রিলিফ ক্রেইন আনছে রেলওয়ে

৫০টি যাত্রীবাহী কোচ এবং ৪টি রিলিফ ক্রেইন আনছে রেলওয়ে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ইন্দোনেশিয়া থেকে স্টিলের তৈরি ৫০টি যাত্রীবাহী কোচ এবং জার্মানি থেকে ৪টি রিলিফ ক্রেইন আনছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রেলভবনে এ সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী ২১২ কোটি ৮৭ লাখ টাকায় ইন্দোনেশিয়ার ইনকা পিটি ইন্ডাস্ট্রি স্টিলের তৈরি ৫০টি যাত্রীবাহী বগি সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে। এছাড়াও জার্মানির কিরো আরডেল্ট দুটি মিটার গেজ ও দুটি ব্রড গেজ রিলিফ ক্রেইন সরবরাহ করবে আগামী দুই বছরের মধ্যে। রিলিফ ক্রেইনগুলো কিনতে ১৫৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে ২০০টির বেশি নতুন বগি ইতোমধ্যে রেলবহরে যুক্ত হয়েছে। আগামী বছর থেকে রেল পরিবহনে কোনো সমস্যা থাকবে না বলে আশা করেন রেলমন্ত্রী।