৩২ বছর ধরে ঝুলে থাকা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

৩২ বছর ধরে ঝুলে থাকা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

শেয়ার করুন

High court

প্রায় ৩২ বছর ধরে ঝুলে থাকা একটি হত্যা মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

যদি মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে ব্যর্থ হয়, তা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেছেন আদালত।

আজ বুধবার (৭ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

১৯৮৮ সালের ২৬ এপ্রিল বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায়  লালবাগ থানার ১৬৬ নম্বর জগন্নাথ রোডের নিজ বাসায় খুন হন সীমা মোহাম্মদী। এর পর ৩২ বছর পার হয়েছে, বদলি হয়েছেন ১১ জন বিচারক, ৬৪ বার পড়েছে মামলার তারিখ । সাক্ষীদের হাজির করতে ২১টি তারিখে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু মামলার বিচার এখনো শেষ হয়নি।