২ হাজার ৩৬৭ গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে নির্দেশ

২ হাজার ৩৬৭ গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ২ হাজার ৩ শ ৬৭ জন গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং যাবতীয় সুযোগ সুবিধা দিতে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর এবং বিচারপতি আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত কমরেড মণি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমেদ, পঙ্কজ ভট্টাচার্যসহ গেরিলা বাহিনীর সদস্য ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে ২০১৩ সালের ২২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

২০১৪ সালের ২৯ অক্টোবর ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়। এ বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ  ভট্টাচার্য।

এর প্রেক্ষিতে হাইকোর্ট এর আগে এ বিষয়ে রুল জারি করেছিলেন। সেই রুলের শুনানির পর এই ২ হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে রায় দিল হাইকোর্ট।