২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতির প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

২৫ মার্চকে গণহত্যা দিবসের স্বীকৃতির প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে গ্রহণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রচেষ্টা চালাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৭ সালে একুশে পদক ও সম্মাননা পত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান নুতন করে ষড়যন্ত্র শুরু করেছে।

তারা বই ছাপিয়ে মুক্তিযোদ্ধারা গণহত্যা চালিয়েছে বলে মিথ্যা তথ্য প্রচার করছে। তাই এখন প্রয়োজন ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়। এর আগে প্রধানমন্ত্রী ১৭ বিশিষ্ট জনের হাতে একুশে পদক ও সম্মাননা তুলে দেন।