২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর

শেয়ার করুন

21-Augustনিজস্ব প্রতিবেদক :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ১০ অক্টোবর। আসামিপক্ষে আইনগত বিষয়ে যুক্তি উত্থাপন শেষে দুপুরে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ তারিখ ধার্য করেন।

একই সঙ্গে জামিনে থাকা আট আসামির জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন- সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, আশরাফুল হুদা ও শহুদুল হক।

এর আগে আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট এসএম শাহজাহান ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় গ্রেনেড হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন।