২০ কোম্পানিকে ওষুধ উৎপাদনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

২০ কোম্পানিকে ওষুধ উৎপাদনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

Medicine

নিজস্ব প্রতিবেদক:

মানসম্পন্ন না হওয়ায় যে ৩৪টি কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, তাদের বিক্রিও বন্ধ করতে বলা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার, হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

এরফলে ২০টি কোম্পানির সব ওষুধ এবং ১৪টি কোম্পানির অ্যান্টিবায়োটিক উৎপাদন, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ হলো। রিটকারী আইনজীবী জানিয়েছেন, ওষুধ কোম্পানিগুলোর সক্ষমতা যাচাইয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলোর ওষুধ মানসম্পন্ন নয়।

বিশেষজ্ঞ কমিটিও এদের উৎপাদন বন্ধের সুপারিশ করেছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন। গত ৭ জুন এদের উৎপাদন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

চারটি কোম্পানি আপিল বিভাগে গেলেও হাইকোর্টের আদেশ বহাল থাকে। কিন্তু হাইকোর্টের আদেশের আগে উৎপাদিত এদের মানহীন ওষুধগুলো বাজারে থেকে যাওয়ায়, সেগুলোর বিক্রি বন্ধ করতে নতুন করে আদেশ দেন হাইকোর্ট।

যে ২০ কোম্পানির সব ওষুধ বিক্রি বন্ধ করতে হবে

এক্সিম ফার্মাসিউটিক্যাল, এভার্ট ফার্মা লিমিটেড, বিকল্প ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডলফিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ড্রাগল্যান্ড লিমিটেড, গ্লোব ল্যাবরেটরিজ (প্রাইভেট) লিমিটেড, জলপা ল্যাবরেটরিজস লিমিটেড, কাফমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মেডিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ড্রাগ ফার্মা লিমিটেড, নর্থ বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রিমো কেমিক্যালস লিমিটেড (ফার্মা ডিভিশন), রিড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্পার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সুনিপুণ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টুডে ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ট্রপিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ইউনিভার্সেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

যে ১৪ কোম্পানির অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না

আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেড, আলকাদ ল্যাবরেটরিজ লিমিটেড, বেলসেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল ড্রাগস অ্যান্ড কেমিক্যালস (ফার্মা) লিমিটেড, ব্রিস্টল ফার্মা লিমিটেড, ক্রিস্টাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিল্লাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এমএসটি ফার্মা অ্যান্ড হেলথকেয়ার লিমিটেড, অরবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড, ফিনিক্স কেমিকেল ল্যাবরেটরি লিমিটেড, রাসা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও সেভ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।