২০১৬ সালে সংখ্যালঘুদের উপর ১৫ হাজার নির্যাতনের ঘটনা ঘটেছে

২০১৬ সালে সংখ্যালঘুদের উপর ১৫ হাজার নির্যাতনের ঘটনা ঘটেছে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০১৬ সালে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর প্রায় ১৫ হাজার নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে

দেশে সংখ্যালঘুদের মাঝে নিরাপত্তাহীনতার বোধ উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা, তাদের ওপর হামলা, জমিজমা ও দেবোত্তর সম্পত্তি জবরদখল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আঘাতের ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরো ঘনীভূত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জাতীয় হিন্দু মহজোটের নেতারা বলেন, বিচারহীনতার কারণে সংখ্যালঘু হামলায় জড়িতরা আড়ালে থেকে যাচ্ছে। বক্তারা বলেন, ২০১৬ সালে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর প্রায় ১৫ হাজার নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। এ কারণে বাংলাদেশ দ্রুত সংখ্যালঘুশূন্য হয়ে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ।