১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট

১৭ জুলাই থেকে রাজধানীতে কোরবানির পশুর হাট

শেয়ার করুন

Korbanir haat
রাজধানীতে কোরবানির পশুর হাট আগামী ১৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছে ঢাকার দুই দক্ষিণ সিটি করপোরেশন।  এ হাট চলবে ২১ জুলাই পর্যন্ত।

সূত্র জানায়, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বসবে ১০টি হাট। আর দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বসবে ৯টি হাট।
আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

অপরদিকে ঈদুল আজহায় বাড়ি ফেরা ও পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় এক সপ্তাহের জন্য শিথিল হতে পারে কঠোর বিধিনিষেধ। ফলে ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে। সূত্র জানায়, এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। ভার্চুয়ালি চলবে সরকারি অফিস। তবে বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।