হলফনামায় সঠিক তথ্য না দিলে ব্যবস্থা-দুদক চেয়ারম্যান

হলফনামায় সঠিক তথ্য না দিলে ব্যবস্থা-দুদক চেয়ারম্যান

শেয়ার করুন

দুদকacc_logo1460364706

নিজস্ব প্রতিবেদক :

সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন- তাদেরকে হলফ নামায় সঠিক তথ্য দেয়ার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার দুপুরে কমিশনে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তিনি বলেন, দুর্নীতি হিমালয় পাহাড়ের মতো সমস্যা। ডান,বাম সর্বত্র দুর্নীতি, যা না কমলে দেশের উন্নয়ন ব্যহত হবে। কমিশনে দুর্নীতি রয়েছে মন্তব্য করে ইকবাল মাহমুদ বলেন, দুদকের দুর্নীতি দুর করতে দৃশ্যমান পদক্ষপ নেয়া হয়েছে, তা অব্যাহত থাকবে।

এক প্রশ্নে জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, হলফনামায় সম্পদের তথ্য গোপন করলে তাকে চিহ্নিত করা কঠিন কিছু নয়। প্রার্থীদের হলফনামা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।