সড়কে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় শৃঙ্খলা আসেনি: ডিএমপি কমিশনার

সড়কে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় শৃঙ্খলা আসেনি: ডিএমপি কমিশনার

শেয়ার করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া
নিজস্ব প্রতিবেদক :

সড়কে এখনো ট্রাফিক আইন মানছেন না পথচারী কিংবা পরিবহন চালকরা। তাই শৃঙ্খলা ফেরাতে মাসব্যাপী কর্মসূচিও অর্জন করতে পারেনি কাঙ্খিত সফলতা।  এজন্য আইন না মানার মানসিকতাকেই দায়ী করছে ঢাকা মহানগর পুলিশ।

পাশেই ফুটওভার ব্রিজ, তবুও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন রাস্তা। হাজার চেষ্টা চালিয়েও তাদের আটকাতে পারছেন না সচেতনতা সৃষ্টিতে দাঁড়িয়ে থাকা স্কাউটসের সদস্যরা।

পরিবহন চালকরা আরো বেপরোয়া। কোন আইনের তোয়াক্কাই করছেন না তারা। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলা, সিগনাল অমান্য করে গাড়িয়ে চালিয়ে যাওয়াসহ সব ধরনের অনিয়মই রয়েছে অনেকটা আগের মতোই।

তবে কিছুটা সচেতনতা বেড়েছে মোটর সাইকেলচালক ও আরোহীদের মাঝে। বেড়েছে তাদের হেলমেট ব্যবহার।

সকালে রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে ট্রাফিক ব্যবস্থাপনা দেখতে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় মাসব্যাপী কর্মসূচির সফল্য-ব্যর্থতা তুলে ধরে বলেন।

আইন ভঙ্গকারী বিরুদ্ধে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ট্রাফিক আইন অমান্য করায় মাত্র ১ মাসে জরিমানা করে আদায় করা হয়েছে সাত কোটি টাকা। এতসবের পরেও আইন মানাতে প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিলেন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার।