স্যাটেলাইটের সংকেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন

স্যাটেলাইটের সংকেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন

শেয়ার করুন

BBS_gazipur_bh24-1নিজস্ব প্রতিবেদক :

বঙ্গব্ন্ধু  স্যাটেলাইট-১ এর সংকেত পেয়েছে গাজীপুরের গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। বঙ্গব্ন্ধু  স্যাটেলাইট ১ এর নেটওয়ার্ক প্রকৌশলী তাজুল ইসলাম এ তথ্য জানান।

প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লঞ্চ‌ প্যাড থেকে উৎক্ষেপণের ৩০ মিনিট পর স্যাটেলাইটটি কক্ষ পথে পৌছায় । এবং এর ৪০ মিনিট পরই সংকেত পায় ইতালি, কান এবং গাজীপুরে স্হাপিত গ্রাউন্ড স্টেশন। স্যাটেলাইটটি তার নিজস্ব কক্ষপথে অর্থাৎ ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছাতে আরো ৭/৮ দিন সময় লাগবে। এবং গ্রাউন্ড স্টেশনে পুরোদমে কাজ শুরু করতে সময় লাগবে আরো তিন মাস।

স্যাটেলাইটি সচল আছে, এখন পর্যন্ত এর কোন সমস্যা হয়নি।  ৩৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি তার নির্ধারিত স্থানে পৌঁছবে।