স্মার্টকার্ড বিতরণ শুরু

স্মার্টকার্ড বিতরণ শুরু

শেয়ার করুন

smart-cardকুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহলের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ আজ বিলুপ্ত ছিটের বাসিন্দাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। এর ফলে দীর্ঘ ৬৮ বছরের বন্দী জীবনের পর নাগরিকত্ব পাওয়া মানুষগুলো পাচ্ছেন জাতীয় পরিচয়।

এসময় অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোঃ আবু হাফিজ, শাহ্‌ নেওয়াজ উপস্থিত ছিলেন। প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া বিলুপ্ত ছিটবাসীর ২১৯ জনসহ ৯৮৫ জনের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট এনআইডি বিতরণ করা হবে।