স্বাগত ২০১৭

স্বাগত ২০১৭

শেয়ার করুন

tsc-newyear-m120170101010655নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সঙ্গীত গেয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা। এ সময় তাদের মধ্যে ছিলো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়। গেল বছরের ভয়াবহ অভিজ্ঞতাকে কাটিয়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে নতুন বছরটি চ্যালেঞ্জের।

এভাবেই ইংরেজি নতুন বছর ২০১৭ কে স্বাগত জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা। টিএসসি বলা হয় প্রাচ্যের টাইম স্কয়ার। কড়া পুলিশি নিরাপত্তার কারণে বর্ষবরণে আগের মতো সাধারণ মানুষের উপস্থিতি না থাকলেও সাধারণ শিক্ষার্থীরা টিএসসি প্রাঙ্গণে জড়ো হন ইংরেজি বছর ২০১৭-কে বরণ করতে। সব ব্যর্থতা ও গ্লানিকে মুছে ২০১৬ সালকে বিদায় দিয়ে সম্ভাবনার প্রত্যাশায় তরুণরা।

tsc-newyear-m220170101010751তারুণ্যের আশা, নতুন বছরে উন্নতির সূচকে বাংলাদেশ এগিয়ে যাবে আরও একধাপ। আরও সমুদ্ধ এবং সাম্প্রদায়িকতা মুক্ত হবে দেশ।

রাজধানীর অভিজাত হোটেলগুলোতে ছিলো বর্ষবরণের নানা আয়োজন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞার কারণে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান হয়নি। নিজেদের মতো বর্ষবরণ উদযাপন করেছেন অনেকেই। গুরুত্বপূর্ণ সড়কের বেশ কয়েকটি পয়েন্টে ছিলো পুলিশ ও র‍্যাবের তল্লাশি। সচেতনতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করায় নগরবাসীকে ধন্যবাদ ডিএমপি ও র‍্যাব প্রধান।