স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক শেল্টারের কারনেই রিফাত হত্যা: নাসিম

স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক শেল্টারের কারনেই রিফাত হত্যা: নাসিম

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

স্থানীয় পুলিশ এবং রাজনৈতিক শেল্টারের কারনেই ঘটছে, রিফাত হত্যার মতো ঘটনা। খুনী কেবল নয় মদদদাতাদেরকেও দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মো: নাসিম। সন্ত্রাসী, খুনী এবং ধর্ষকদের পক্ষে আদালতে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি অনুরোধের পাশপাশি এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শিল্পকলা একোডেমীতে আয়োজন করে আলোচনা সভার। এসময় মুক্তিযুদ্ধ এবং ৭১-এর ঘাতকদের বিচারে জাহানারা ইমামের অবদান সম্পর্কে তুলে ধরেন বক্তারা।

সরকারের উন্নয়ন কার্যক্রমকে তুলে ধরে কিছু সংখ্যক দুর্বৃত্তের কারনে বর্তমানে তা বাঁধাগ্রস্থ হচ্ছে বলেও মত দেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে রিফাত হত্যাকারীদের বিচার দাবি করেন তারা।