সোনিয়ার গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

সোনিয়ার গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

শেয়ার করুন

1491761488নিজস্ব প্রতিবেদক :

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে বৈঠকে রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন।

বৈঠকে, সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়নের প্রশংসা করে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময়েই এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করেন কংগ্রেস নেত্রী। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান এবং তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। এর আগে সকালে আজমির শরীফ জিয়ারত করেন প্রধানমন্ত্রী।