সেন্টমার্টিন মিয়ানমারের বলে দাবি: রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

সেন্টমার্টিন মিয়ানমারের বলে দাবি: রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ

শেয়ার করুন

f63af72cc7b1b54627cfebe2ec7নিজস্ব প্রতিবেদক :

সেন্টমার্টিনকে নিজেদের অংশ দাবি করায় মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মিয়ানমার তাদের `Myanmar Information Management Unit’ নামে রাষ্ট্রীয় একটি ওয়েব সাইটে সেন্টমার্টিনকে তাদের অংশ হিসেবে দেখিয়েছে।সেখানের নাগরিকদেরও তাদের নাগরিক বলে দেখিয়েছে।

বিষয়টি বাংলাদেশ জানতে পেরে শনিবার মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও’কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি কূটনৈতিক চিঠি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব, অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা মো. খুরশেদ আলমের দপ্তরে তাকে তলব করা হয়।
এদিকে সেন্টমার্টিন দ্বীপকে মিয়ানমারের ভূখন্ড দাবি করা উন্মাদের প্রলাপ বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী। এটি রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে মত দিয়েছেন তিনি।