সেনা প্রধানের সঙ্গে মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

সেনা প্রধানের সঙ্গে মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

শেয়ার করুন

ScreenShot_20171001142930নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মালিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ পল ডিকোনিক।

ঢাকা সেনানিবাসে সেনাসদরে এ সৌজন্য সাক্ষাত্কালে, সম্প্রতি মালিতে নিহত বাংলাদেশি সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জেনারেল ডিকোনিক। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এসময় শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর ভূমিকা, প্রশিক্ষণ কর্মসূচি ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

এর আগে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান মালির ফোর্স কমান্ডার। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।