সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের উপর গুরুত্বারোপ

সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসের উপর গুরুত্বারোপ

শেয়ার করুন

PM-8নিজস্ব প্রতিবেদক :

সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও আনুগত্যের ওপর গুরুত্ব আরোপ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদর কনফারেন্স হলে “সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৮’ এর আনুষ্ঠানিক উদ্বোধন কালে তিনি এই আহবান জানান। সেনা কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এই পর্ষদের কার্যক্রম শুরু হলো।

এর মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হবে।
সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এ পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর যোগ্য ও দক্ষ অফিসারগণ সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন। প্রধানমন্ত্রী সেনাসদরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।