সেনানিবাসে তৈরি হচ্ছে পাসপোর্ট অফিসের নতুন শাখা

সেনানিবাসে তৈরি হচ্ছে পাসপোর্ট অফিসের নতুন শাখা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত পাসপোর্ট সেবা দেয়ার জন্য, সেনানিবাসে তৈরি হচ্ছে পাসপোর্ট অফিসের নতুন শাখা।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা সেনানিবাসের পাসপোর্ট আবেদন পক্রিয়া কেন্দ্রটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই শাখা থেকে শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে কর্মরত ব্যাক্তি ও তার পরিবারের সদস্যরা সেবা নিতে পারবেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারও এই অফিস থেকে সেবা নিতে পারবেন। এ সময় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র সচিব, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।