‘সুপ্রিম কোর্টের আইনি ব্যাখ্যায় কোন প্রতিক্রিয়া জানানো যাবে না’

‘সুপ্রিম কোর্টের আইনি ব্যাখ্যায় কোন প্রতিক্রিয়া জানানো যাবে না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের আইনি ব্যাখ্যায় কোন প্রতিক্রিয়া জানানো যাবে না। রোববার এ কথা জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা।

রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, সংবিধানের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা ও নির্দেশনা দেয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের রয়েছে। এসব মানতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান তিনি।

জমি দখল প্রবণতার দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দেশে এখনও আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। জমিদারি প্রথা উচ্ছেদ হয়ে গেছে, নতুন করে আর জমিদারির সুযোগ নেই বলেও সতর্ক করে দেন তিনি।