সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে এমপি হলেন হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে এমপি হলেন হাবিব

শেয়ার করুন

 

Screenshot_1

।। সিলেট প্রতিনিধি ।।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নৌকা প্রতীকে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

ভোট গণনা শেষে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে। আসনের ১৪৯ কেন্দ্রে ভোট পড়ে এক লাখ ১৪ হাজার ৩০৯টি

গত ১১ মার্চ করোনায় সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয় ১৪ জুলাই। পরে করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণ হয় ২৮ জুলাই। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশনা আরও এক দফা ভোট পেছানো হয়। ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় ৪ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত হয়।