সিনিয়র জুনিয়র বিরোধে তুই বলায় কিশোর মেহেদী খুন

সিনিয়র জুনিয়র বিরোধে তুই বলায় কিশোর মেহেদী খুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

তুই বলায় খুন করা হয়েছে দক্ষিণখানের কিশোর মেহেদীকে। আর এই খুনে জড়িত ৮জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

দক্ষিণখানের নগরীয়া বাড়ী এলাকায় গত ৩১ আগষ্টের ঘটনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার সময় কিশোর মেহেদীর ওপর চাকু, লাঠি নিয়ে হামলা হয়। হামলায় নিহত হয় মেহেদী।
আর সেই হামলার ভিডিও ধরা পরে সিসিটিভির ফুটেজে।  সিসিটিভির এই ফুটেজটিই আপরাধীদের ধরতে সহায়ক ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

মেহেদী খুনের পর এলাকা থেকে পালিয়ে যায় জড়িতরা। এরপর টানা অভিযান চালিয়ে সাইফ, মনির, আরাফাত, সাইফুল, মেহেরাব, আপেল, সিফাত ও সোহেল নামের এই ৮জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় খুনে ব্যবহার করা ছুরিও। কেনো এই খুন?

পুলিশ বলেছে, সিনিয়রকে তুই বলা নিয়ে কথাকাটাকাটির পর মেহেদির উপর আক্রমন করা হয়।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে-খুনের পরপরই তারা জাফলং ঘুরে বেড়িয়েছে। সেই সঙ্গে রংপুরে পালিয়ে গিয়ে পীরের মুরিদ হয়ে অপরাধ থেকে রক্ষা পাওয়ার চেষ্টাও করেছে। আর এসবের পেছনে কয়েকজন কিশোরের অভিভাবকও প্রশ্রয় দিয়েছেন বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

কর্মকর্তারা বলছেন-বাবা-মায়ের নজরদারিতে সন্তানদের রাখা গেলে এধরণের অপরাধ প্রবণতা কমে যাবে।