সিদ্ধান্ত ছাড়াই শেষ সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক

সিদ্ধান্ত ছাড়াই শেষ সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের চলা ধর্মঘট নিয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে লঞ্চ মালিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক কোন সমাধান ছাড়াই শেষ হয়েছে।

রাজধানীর শ্রম পরিদপ্তরে বৃহস্পতিবার সকালে ওই বৈঠক শুরু হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক কোন সমাধান ছাড়ই শেষ হয়। তবে বৈঠক শেষে শিগগির সমাধান হওয়ার আশা প্রকাশ করেন শ্রম পরিদপ্তরের পরিচালক এফ এম আশরাফুজ্জামান। তিনি বলেন, ধর্মঘট নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে আবারও বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত মঙ্গলবা মধ্যরাত ১২ টা ১ মিনিট থেকে বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এত সব ধরনের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। বিপকে পরেন সাধারণ যাত্রীরা।