‘সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোন বিলবোর্ড বসবে না’

‘সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোন বিলবোর্ড বসবে না’

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া কোন প্রকার বিলবোর্ড বসবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ইউনাইটেড টাওয়ারে এক সংবাদ সম্মেলনে মেয়র আরও বলেন রাজনৈতিক বিলবোর্ডের ক্ষেত্রে কেবল জাতীয় নেতাদের ছবি থাকতে পারে কিন্তু ব্যক্তির নিজের কোন ছবি থাকবে না।

দোকানের সামনে কোন কোম্পানির বিলবোর্ডের অনুমোদন নেই বলেও উল্লেখ করেন তিনি। তবে বিলবোর্ড নীতিমালা হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। সেক্ষেত্রে ২২ আগস্টের মধ্যে অননুমোদিত সব বিলবোর্ড অপসারণের ভিত্তিতে প্রতিবেদন দাখিলের হাইকোর্ট নির্দেশনার কথাও উল্লেখ করেন মেয়র আনিসুল হক।