সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেয়ার করুন

সাত খুন
নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বিচারপতিদের স্বাক্ষরের পর সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়।

গত বছরের ২২ আগস্ট বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ-সাত খুন মামলায় নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। একই সঙ্গে নিম্ন আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, নিম্ন আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯ জনের দণ্ড বহাল রাখেন আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত জন। পরে শীতলক্ষ্যা নদীতে তাদের মরদেহ পাওয়া যায়।