সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলায় তাঁর আইনজীবীর জামিন স্থগিত

সাকা চৌধুরীর রায় ফাঁসের মামলায় তাঁর আইনজীবীর জামিন স্থগিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় তাঁর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ১০ এপ্রিল পর্যন্ত তাঁর জামিন স্থগিত রাখার আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর ব্যারিস্টার ফখরুলের পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান।

গত বছরের ৬ ডিসেম্বর বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে, ব্যারিস্টার ফখরুলের আপিল গ্রহণের পর থেকে শুনানি চলছে হাইকোর্টে। আপিল গ্রহণের পর জামিন চেয়ে আবেদন করেন ব্যারিস্টার ফখরুল। রায় ফাঁসের ওই মামলায় গত বছর ১৫ সেপ্টেম্বর সাকার স্ত্রী ও ছেলেকে খালাস দিয়ে, তাঁর আইনজীবী ফখরুলকে ১০ বছরের কারাদণ্ডসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল।