সব সরকারই বিচার বিভাগের উপর বিমাতা সুলভ আচরণ করে আসছে

সব সরকারই বিচার বিভাগের উপর বিমাতা সুলভ আচরণ করে আসছে

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি :

সব সরকারের আমলেই বিচার বিভাগের ওপর বিমাতাসূলভ আচরণ চলে আসছে বলে মন্তব্য করলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, প্রশাসন কোনো সময়ই চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে চলুক। অথচ বিচার বিভাগ প্রশাসনেরও নিরাপত্তা দিয়ে থাকে।

প্রধান বিচারপতি আরো বলেন, আমলাতন্ত্র সব সময় বিচার বিভাগকে প্রতিদ্বন্দ্বী মনে করে। অথচ প্রশাসনের কর্মকর্তারা নিজ বিভাগে নিরাপত্তা না পেলে বিচার বিভাগের কাছে আসেন। বিচার বিভাগ তাদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। শুধু টাকা থাকলেই দেশের উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত হতে হয় বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।