সব প্রস্তুতির পরও ফিরিয়ে নেয়া যায়নি রোহিঙ্গাদের

সব প্রস্তুতির পরও ফিরিয়ে নেয়া যায়নি রোহিঙ্গাদের

শেয়ার করুন

রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক :

সব প্রস্তুতির পরও পরিকল্পনা অনুযায়ী ফিরিয়ে নেয়া যায়নি রোহিঙ্গাদের প্রথম দলটিকে।  মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় পরিকল্পনা অনুযায়ী প্রত্যাবাসন শুরু করা যায়নি।

বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গাদের দেড়শ জনের প্রথম দলটিকে নিতে গতকাল সকাল থেকেই টেকনাফের উনচিপ্রাং আশ্রয়কেন্দ্রে অপেক্ষায় ছিল ছয়টি বাস।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে প্রস্তুত রাখা হয়েছিল ট্রানজিট ক্যাম্প।  কিন্তু রোহিঙ্গারা কেউ ফিরতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে বিদেশী কুটনীতিকদের সাথে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। তুলে ধরেন রোহিংগাদের নিয়ে সরকারের নানা উদ্যোগ, কর্মতৎপরতা ,আর ফেরত পাঠানো নিয়ে সবশেষ অবস্থা।সেই সাথে রেহিংগাদের নিয়ে সরকারের ভবিষ্যত অবস্থানের কথাও জানান তিনি। আবার জাতিসংঘের শরনার্থী বিষষয়ক  সংস্থা ইউএনএইচ সি আর বলছে, সেখানে এখনই ফেরার পরিবেশ নেই।আর  এমন সব বাস্তবতায়, যেন শুরু হয়েও হলো না রোহিংগাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া।