‘সন্ত্রাস দমনে আন্তরিক হলে জঙ্গিদের হত্যা না করে গ্রেপ্তার করা হত’

‘সন্ত্রাস দমনে আন্তরিক হলে জঙ্গিদের হত্যা না করে গ্রেপ্তার করা হত’

শেয়ার করুন

fcb6c0fce4f1a6cf75ce0b9a5a68b0e1-5795eefcde506

নিজস্ব প্রতিবেদক :

সন্ত্রাস দমনে আন্তরিকতা থাকলে জঙ্গিদের হত্যা না করে, তাদের গ্রেপ্তারের মাধ্যমে সরকার উগ্রবাদিদের হদিস বের করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান আরো বলেন জঙ্গী নির্মূলে সরকার আন্তরিক নয়। বিএনপির সাথে জঙ্গীবাদের সংশ্লিষ্টতার সরকারি অভিযোগেরও নিন্দা জানান তিনি। তবে জঙ্গিদের উৎস সন্ধানের দাবি জানান।

এছাড়া দেশের বন্যা কবলিত এলাকায় ত্রাণের অভাবে সাধারণ মানুষ মানবেতর দিনযাপন করছে বলে অভিযোগ করেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ নেই বলেও সমালোচনা করেনিএই বিএনপি নেতা ।