সচিবালয়ে ভূমিকম্প সচেতনতামূলক মহড়া

সচিবালয়ে ভূমিকম্প সচেতনতামূলক মহড়া

শেয়ার করুন

সচিবালয়নিজস্ব  প্রতিবেদক:

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে অনুষ্ঠিত হলো ভূমিকম্পের সচেতনতামূলক মহড়া।

সচিবালয়ের নিজস্ব মেগা সাইরেন বাজানোর মাধ্যমে মহড়া শুরু হয়। মহড়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা, জনগনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া, আহতদের চিকিৎসাসহ ভূমিকম্পের কারণে সৃষ্ট আগুন নেভানোর কসরত দেখানো হয়।

১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে সামনে রেখে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই মহড়ার আয়োজন করে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মন্ত্রণালয়ের সচিব ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহড়ার সময় উপস্থিত ছিলেন।