সকল নিরাপত্তা নিশ্চিত করেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে: প্রধানমন্ত্রী

সকল নিরাপত্তা নিশ্চিত করেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

2017-11-30_8_843572নিজস্ব প্রতিবেদক :

সকল প্রকার পরমাণু নিরাপত্তাসহ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই নিয়ে যারা সমালোচনা করছেন তারা না বুঝেই পরশ্রীকাতর হয়ে পড়েছেন বলে জানান তিনি। সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন :পরমাণু বিদ্যুৎকেন্দ্রের জন্য বর্জ্য ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ। সেটি জানে ও বোঝে বর্তমান সরকার। তাই সকল পরমাণুবর্জ্য নিয়ে যেতে রাশিয়ার সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে।

এর আগে, রূপপুর পৌঁছেই প্রধানমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লির কংক্রিট ঢালাই কাজের শুভ সূচনা করেন। এর মধ্য দিয়েই কার্যত মূল অবকাঠামোর নির্মাণ কাজ শুরু হল।