সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার আলোচিত রায় প্রকাশিত হয়েছে।

হাইকোর্টবৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আসা ১৬৫ পৃষ্ঠার রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোলা হয়েছে। রায়টি লিখেছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে একমত পোষণ করছেন বিচারপতি কাজী রেজা-উল হক।

তবে বেঞ্চের ভিন্নমত পোষণকারী অন্য বিচারপতির রায় এখনও আসেনি। চলতি বছরের ৫ মে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট।