শ্রদ্ধা আর ভালবাসায় গোলাম সারওয়ারকে শেষ বিদায়

শ্রদ্ধা আর ভালবাসায় গোলাম সারওয়ারকে শেষ বিদায়

শেয়ার করুন

39257796_10217514870490207_207734773399945216_nনিজস্ব প্রতিবেদক :

শ্রদ্ধা আর বুকভরা হাহাকার নিয়ে সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে শেষ বিদায় জানালেন সহকর্মী-স্বজনরা। সংবাদ জগতের মানুষেরা তাঁকে স্মরণ করলেন শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকতার দিকপাল হিসেবে। আর সমাজের বিভিন্ন স্তরের মানুষ বললেন, জাতি হারালো এক বাতিঘরকে।

দীর্ঘদিনের কর্মস্থল সমকাল কার্যালয়ে বৃহস্পতিবার সকালে যখন এলেন গোলাম সারওয়ার, তখন সহকর্মীরা অনেকটাই প্রিয় সম্পাদকের শরীরের মতো নিথর- নির্বাক। প্রতিটিক্ষণ প্রতিটি বিভাগে থাকত যার কড়া নজরদারি সেই গোলাম সারওয়ারকে শেষবারের মতো একনজর দেখার জন্য।

এরপর টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে নামাজে জানাজা। যেখানে হাজির সমকাল পরিবারের বাইরেরও অনেকে।

কেন্দ্রীয় শহীদ মিনারে যখন এলেন দিকপাল সম্পাদক, তখন সেখানে হাজির সমাজের সব স্তরের মানুষ। আলোচনায় এল তাঁর বর্ণিল কর্মজীবন। ইত্তেফাকের প্রায় দুই যুগের বার্তা সম্পাদক, যুগান্তর, প্রতিষ্ঠাতা সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক তৈরি করেছেন কত শত সংবাদকর্মী। মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জল রেখে কিভাবে আগলে রেখেছেন বস্তুনিষ্ঠতা।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরেক দফা নামাজে জানাজা। আরেক দফা স্মরণ করা। এই বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হল রাষ্ট্রীয় সম্মান, শ্রদ্ধা জানানো হল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এরপর শেষ বিদায় জানালেন সেই সহকর্মীরা যাদের ভরসার জায়গা ছিলেন প্রিয় সারওয়ার ভাই।

বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হোন এই স্মরণীয় সংবাদকর্মী।