শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত

শেয়ার করুন

Kishoreganj Solakia Eidgah 2
।। শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ ।।
প্রতিবছর দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়।
২০০ বছরের ইতিহাসে কোনোদিন কোনো দুর্যোগে বন্ধ থাকেনি এই ঈদের জামাত।
২০১৬ সালে মাঠের অদূরে জঙ্গী হামলার পরও মুখরিত ছিল শোলাকিয়া। সেদিনও হয়েছে
ঈদের জামাত। তবে করোনাভাইরাস থামিয়ে দিয়েছে সেই ধারাবাহিকতা। করোনার
কারণে এবারও শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত হচ্ছে না। আজ
বৃহস্পতিবার শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এবারের
ঈদের জামাতটিও বাতিল করা হয়।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে
শোলাকিয়ার ঈদুল আজহার জামাত বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ
বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, শোলাকিয়ায়
জামাত না হলেও মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ঈদের জামাত হবে।
স্থানীয়রা বলছেন, ঈদের দিন লাখো মানুষ শোলাকিয়ায় নামাজ আদায় করেন। এখানে
স্বাস্থ্যবিধি মেনে নামাজ আয়োজন করা কঠিন ব্যাপার। কাজেই মুসুল্লিদের জীবনের
ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে জামাতটি বাতিল করায় ভাল হয়েছে।
কিশোরগঞ্জ শহরের উত্তর-পূর্বকোণে নরসুন্দা নদীর পাশে শোলাকিয়া এলাকাটির
অবস্থান। জনশ্রæতি রয়েছে, শোলাকিয়া ঈদগাহের প্রথম বড় জামায়াতে সোয়া লাখ
মুসুল্লী অংশ নিয়েছিলেন। উচ্চারণ বিবর্তনে সোয়ালাখ থেকে সোয়ালাখিয়া,
সেখান থেকে বর্তমান শোলাকিয়া নামটিই বর্তমানে প্রতিষ্ঠিত হয়ে গেছে।