শোকের আবহে আশুরা পালিত

শোকের আবহে আশুরা পালিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ত্যাগ ও শোকের মহিমায় ১০ই মহররমকে স্মরণ করলেন ইসলাম ধর্মের অনুসারীরা। কারবালার শোককে তাজিয়া মিছিলের মধ্য দিয়ে পালন করলেন রাজধানীর শিয়া মুসলিমরা।

রোববার সকালে রাজধানীর হোসেনী দালান ইমামবাড়া থেকে বের হয় আশুরার শোকাবহ মিছিল। এরপর রাজধানীর উর্দ রোড, আজিমপুর, নিউমার্কেট, মিরপুর রোড হয়ে ধানমন্ডির ঝিকাতলায় শেষ হয়। মিছিলে হায় হোসেন, হায় হোসেন মাতমে অংশ নেন সবাই। গতবারের মতো এবার এ শোকের মিছিলে ছুরি, জিঞ্জির, তলোয়ার আর আগুন খেলা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ফরাশগঞ্জ, ফার্মগেইট, মোহাম্মদপুর ও মিরপুর থেকেও তাজিয়া মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা।

৬৮০ খ্রিস্টাব্দের ১০ মহররম মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। মুসলিম বিশ্বে এই দিনটি ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান বিশেষ করে শিয়া মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন।