শোকাবহ আগষ্ট

শোকাবহ আগষ্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

শুরু হল বাঙালি জাতির ইতিহাসের শোকাবহ মাস আগস্ট।

এই মাসের ১৫ তারিখে, একদল বিপথগামী সেনা হত্যা করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ।

শুধু বঙ্গবন্ধুকে নয়, ঐ দিন নৃশংসভাবে হত্যা করা হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১০ বছরের ছোট্ট রাসেলসহ পরিবারের ১৬ সদস্যকে ।

সেদিন বিদেশে অবস্থান করায় বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্য শেখ হাসিনা ও শেখ রেহেনা । তবে পিছু ছাড়ে নি ঘাতকরা,  ২০০৪ সালে ২১ আগস্টে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করে তাকেঁও হত্যার চেস্টা করা হয় ।

তাই আগস্ট মানে শোক আর বেদনার মাস। বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে এই মাসকে স্মরণ করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ন ও মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে শোকের মাসকে শ্রদ্ধাভরে স্মরণ করলো আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

রোববার দিবাগত রাত বারোটা এক মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

রাত এগারোটার পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ধানমন্ডির বত্রিশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বাঙালির জীবনে আগস্ট মানেই শোকের মাস, বেদনার মাস।  শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার মন্ত্রে উদ্দীপিত হয় বাঙালি জাতি।

বীর বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয় এ মাসেই। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি জাতি তাদের পিতার হত্যাকারীদের বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হয়।