‘শীঘ্রই এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তর করা হবে’

‘শীঘ্রই এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তর করা হবে’

শেয়ার করুন

2018-05-23_bss-06_977587নিজস্ব প্রতিবেদক :

শীঘ্রই এক লাখ রোহিঙ্গাকে ভাসান চরে স্থানান্তর করা হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএনএফপিএ এর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

নাতালিয়া কানেমকে প্রধানমন্ত্রী জানান, মানিবক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। এসময়, বর্ষা মৌসুমে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার যতদিন না তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়, ততদিন তাদের ভাসান চরে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রে, প্রতিদিন ৬০জন করে শিশু জন্ম নিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে, রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান ইউএনএফপিএ এর নির্বাহী পরিচালক।

দারিদ্র বিমোচনে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি। এ বৈঠকের পর, শিক্ষা সহায়তা ট্রাষ্ট ফান্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।