শিশু রাজন হত্যায় চারজনের ফাঁসির রায় বহাল

শিশু রাজন হত্যায় চারজনের ফাঁসির রায় বহাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় সৌদি ফেরত কামরুল ইসলামসহ চারজনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ মামলার রায় দেন। এ মামলার ৫ আসামিকে নিম্ন আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায়ও বহাল রাখা হয়।

শিশু রাজনকে নির্যাতনের দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া নূর মিয়ার যাবজ্জীবন সাজা কমিয়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের আপিলের শুনানি শেষে ১২ মার্চ হাইকোর্টের এই বেঞ্চ রায়ের এই দিন ঠিক করে দেন।

২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।