‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শেয়ার করুন

Rafiqul Islam Madani
রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১২টায় গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে রফিকুল ইসলামকে উপস্থিত করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গাজীপুরে আদালতের কোর্ট ইন্সপেক্টর মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাব-১ এর নায়েব সুবেদার (ডিএডি) আবদুল খালেক বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলাটি করেন। আর রফিকুল ইসলামকে বুধবার দিবাগত (৮ এপ্রিল) রাত ৩টায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নেতরকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলা শেষে র‌্যাব রফিকুল ইসলাম মাদানীকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।

গত ২৫  মার্চ শাপলা চত্বর থেকে আটক করা হলে মুচলেকা দিয়ে ছাড়া পান বিতর্কিত এই বক্তা।