চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ জন বরযাত্রী নিহত, আহত ১১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৭ জন বরযাত্রী নিহত, আহত ১১

শেয়ার করুন

Lightning

 ।। নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ ।।
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার দক্ষীন পাঁকা এলাকায় পদ্মা নদীর
তেলিখাড়ি ঘাট এলাকায় বুধবার দুপুরে বজ্রপাতে ১৭জন বরযাত্রী নিহত ও ১১ জন
আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা
হয়। বর্তমানে এখানে ১০জন চিকিৎসাধীন রয়েছে ও ১জনকে রাজশাহী মেডিক্যাল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি জানান, চাঁপাইনবাবগঞ্জ
সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকা থেকে সকালে একটি নৌকাযোগে প্রায় ৩০ জন
বরযাত্রী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া এলাকায় বিয়ে বাড়ির
উদ্দেশ্যে যাত্রা করে। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষীন পাঁকা
এলাকায় পদ্মা নদীর তেলিখাড়ি ঘাট এলাকায় পৌছে নৌকা থেকে নেমে বৃষ্টির সময়
তরা ঘাটের ছাউনিতে আশ্রয় নেয়। দুপুর ১২টার দিকে ছাউনির পাশে  বজ্রপাতের
ঘটে। এতে ১৭ জন নিহত ও ৬জন আহত হয়েছে। নিহতরে মধ্যে ৫জন নারী। ইউএনও আরো
জানান নিহত ১৭ জনের মধ্যে ১৬ জন সদর উপজেলার ও ১জন শিবগঞ্জ উপজেলার
বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নুর নাহার নাসু জানান,
১১জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর বর্তমানে ১০জন এখানে
ভর্তি রয়েছে। ১জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নিহতদের মধ্যে এ পর্যন্ত ১২জনের পরিচয় জানা গেছে। তারা হলো, টকি(৩০),
লেচন(৪০), সাইদুর(৩৫), সজিব(১৭), জামিলা(৭০), সাহাবুল(৩০), মানাম(৩৫),
বেলি(৩৫), শরিফুল(৪০), বাবলু(২৫), মৌসুমি(২৫), টিপুসূলতান(৪৫)। এদের
সকলের বাড়ি সদর উপজেলার নারায়নপুর এলাকায়।