শিক্ষার্থীদের দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে

শিক্ষার্থীদের দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস এবং বন্ধ হয়ে যাওয়া দারুল ইহসানের শিক্ষার্থীদের দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে বুধবার শিক্ষামন্ত্রী জানান, জঙ্গিবাদ প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানছে কিনা, সে বিষয়ে নজর রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আইন অমান্য করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আউটার ক্যাম্পাস খুলেছিল, তাই ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে।

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় এতদিন হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে চলছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অবৈধ শাখা খুলে সার্টিফিকেট ব্যবসাসহ নানা অভিযোগে বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেয়া হয়েছে।