শিক্ষার্থীদের ওপর নিপীড়নে উদ্বিগ্ন নাগরিক সমাজ

শিক্ষার্থীদের ওপর নিপীড়নে উদ্বিগ্ন নাগরিক সমাজ

শেয়ার করুন

1510292635_dr-kamal
নিজস্ব প্রতিবেদক :

নৌ-মন্ত্রীসহ পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে থাকা সকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের বক্তারা। সেইসাথে ছাত্রদের আন্দোলন থেকে জাতীয় ঐক্যের পথ সুগম হচ্ছে বলেও জানান তারা।

সড়কে নৈরাজ্য বন্ধের দাবিতে চলা আন্দোলনে ছাত্র নিপীড়নের প্রতিবাদে এ আয়োজনে ৮ দফা দাবি তোলেন তারা। এর মধ্যে রয়েছে, ছাত্র-নিপীড়কদের বিচার, উল্টোপথে গাড়ি চালালে তাৎক্ষণিক শাস্তি, দুর্ঘটনাজনিত মৃত্যু ও আহতের ঘটনায় মালিকের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের বিধান।

সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সম্ভাবনা দেখছেন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র আন্দোলন নিয়ে রাজনীতির চেষ্টা চলছে বলে ক্ষমতাসীনদের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জানতে চান- দেশে রাজনীতি নিষিদ্ধ কিনা। ছাত্র ও সাংবাদিকের ‍ওপর হামলাকারীদের প্রতি ক্ষোভ জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।